দৈনিক জনজাগরণ ডেস্কঃ
সুমন খান:
একুশে পদক প্রাপ্ত লেখক ও কলামিস্ট ও উপ-মহাদেশের বলিয়ান সাহসী সাংবাদিক প্রথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা সাবেক সোনালী ব্যাংকের ডিজিএম দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সম্পাদক, আব্দুল আল মামুন এর শশুর কেফায়েত উল্লাহ ভূঁঞা , শোকাহতদের দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সকল সাংবাদিক ও তার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আমার প্রেমের বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে ৬/১২/২০২৪ ইংরেজি তারিখ সকাল বেলা পবিত্র কোরআন খতমের পর দোয়া শেষে ২০০০ মানুষের মধ্যে খাওয়া বিতরণ করা হয় , ওই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫০ জন কোরআনের হাফেজ এবং আশপাশের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিবগণ , সে সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিহাব উদ্দিন,, জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার , ও দৈনিক ঢাকার আলো, সম্পাদক প্রকাশক সুমন খান । দৈনিক আমার বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আনিস লিমন , দৈনিক মানবতার কন্ঠ স্টাফ রিপোর্টার মাঞ্জারুল ইসলাম, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ববিও সুমি রহমান, দৈনিক জনজাগরণ পত্রিকার স্টাফ রিপোর্টার রিপন, সরোয়ার হোসেন ক্রাইম রিপোর্টার, দৈনিক সকালের সময় রফিক খান প্রমূখ্য। এ সময় আরো উপস্থিত ছিলেন আমার প্রানের বাংলাদেশে পত্রিকার , কর্মরত সাংবাদিক বিন্দু রেখার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেক মানুষ।
প্রাণের বাংলাদেশের সম্পাদক তার শ্বশুর পিতা-মাতা এবং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য দোয়া ও কামনা করেছেন সকলের কাছে, তিনি আরো বলেছেন আমি এতিম আমার পিতা-মাতা নেই শ্বশুর শাশুড়ি নেই আপনারা তাদের জন্য দোয়া করিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন। তুমি আরো বলেন আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন, তার এক ছেলে রতন অস্ট্রেলিয়া তে থাকেন, তার জন্য সবাই দোয়া করিবেন। পরিশেষে সকল অনুষ্ঠানের শেষে দোস্ত ও গরীব মানুষদের মাঝে খাবার বিতরণ করেন আর আশেপাশে গরিব অসহায়ের মাঝে সহযোগিতা দান করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page