ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এর আগে অনেক টেস্ট হলেও হ্যাটট্রিক ছিলো না কোন বোলারের৷ এবার সেই ইতিহাস গড়লেন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। তাতে অল্প রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড। বড় লিড পাওয়ার পর তা আরও বিশাল করে নিচ্ছে ইংল্যান্ড।
বেসিন রিজার্ভে গতকাল প্রথম দিনের খেলা শেষেই বিষম চাপে ছিল নিউজিল্যান্ড। ২৬ ওভারে ৮৬ রান তুলতে হারিয়েছিল ৫ উইকেট। ভাগ্যিস, আজ দ্বিতীয় দিন সকালে চাপটা বেশিক্ষণ সইতে হয়নি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। মাত্র ৪৫ মিনিটে ৫৩ বলের মধ্যে (৮.৫ ওভার) বাকি ৫ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চাপ থেকে মুক্তি দিয়েছেন ইংল্যান্ডের চার পেসার।
বিশেষ করে গাস অ্যাটকিনসন। আগের দিন ১ উইকেট নেওয়া অ্যাটকিনসন আজ নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৫তম ওভারে হ্যাটট্রিক করে মুক্তি দেওয়ার শেষ কাজটা করেছেন। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১২৫ রানে অলআউট হওয়ার পর স্রেফ জেঁকে বসেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ৫ উইকেটে ৩৭৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ইংলিশরা এখন ৫৩৩ রানে এগিয়ে।
ন্যাথান স্মিথ-গ্লেন ফিলিপস মিলে দলকে তিন অঙ্ক পার করে ভদ্রস্থ জায়গায় নিচ্ছিলেন। তা হতে দেননি অ্যাটকিনসন। ৩৫তম ওভারে টানা তিন বলে স্মিথ, ম্যাট হেনরি আর টিম সাউদিকে আউট করে হ্যাটট্রিক করে বসেন তিনি। নাম লেখান ইতিহাসে।
বড় লিড পেয়ে খেলতে নেমে দ্বিতীয় ওভারে জ্যাক ক্রলিকে আরালেও বেন ডাকেট-জ্যাকব বেলের আগ্রাসী অ্যাপ্রোচে কোন সমস্যা হয়নি ইংল্যান্ডের। এই দুজন মিলে গড়েন ১৮৭ রানের বিশাল জুটি। সেঞ্চুরির কাছে গিয়ে ফেরেন দুজনেই। ডাকেট ৯২ করে বোল্ড হন সাউদির বলে। ৯৬ করা বেলকেও এলবিডব্লিউতে ফেরান সাউদি। এরপর হ্যারি ব্রুক থেমে ৬১ বলে দ্রুত ৫৫ করে আউত হলেও রুট ছিল স্থির। স্টোকসকে নিয়ে নিউজিল্যান্ডের স্পর্শের বাইরে নিয়ে যাচ্ছেন লক্ষ্য।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page