ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৪ : সিরিয়ার সরকার শুক্রবার দক্ষিণের শহর দারা এবং প্রদেশের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে, যা দেশটির ২০১১ সালের বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল, যুদ্ধ পর্যবেক্ষক মনিটরের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায় ।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘সরকারি বাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহার করায় "স্থানীয় দলগুলো দারা প্রদেশের আরও বেশি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে এবং দারা শহরসহ প্রদেশের ৯০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে।’
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page