চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। ওমর সানী জানান, গতকাল সোমবার সকাল হাঁটতে বেরিয়েছিলেন তিনি। মিনিট ৪০ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট, ২২ হাজার টাকা এবং তার সহকারীর একটি দামি ফোনসেট চুরি হয়ে গেছে।
এতে নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে। গত সোমবার তাঁর বনশ্রীর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছেন সানী।
ওমর সানী বলেন, ‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়ার্কে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িংরুমে এসে দেখি আমার স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই।
ড্রয়ারে ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিকস মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’
ওমর সানী ধারণা করছেন, মর্নিং ওয়ার্কে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে এবং তিনটি মোবাইল ফোনসেট ও ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব বলেও মনে করেন এ চিত্রনায়ক।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page