ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুয়ায়ী, ৩০ বছর বয়সী এ জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে নেওয়া হয়েছে। সেই সঙ্গে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কন্নড় সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শোবিতা শিবান্নাকে তার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের বলছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ অভিনেত্রী গাছিবাউলি থানা এলাকার কোন্ডাপুরের ওই বাড়িতেই থাকতেন।
অভিনেত্রী শোবিতা শিবান্না বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে ইরাডোন্ডলা মুরু, এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার, জ্যাকপট এবং বন্দনা। এ ছাড়াও তিনি গালিপাতা, মঙ্গলা গৌরী, কোগিলে, ব্রহ্মগন্তু, কৃষ্ণা রুক্মিণীর মতো টিভি সিরিয়ালে নিয়মিত ছিলেন তিনি। তাঁর এই মৃত্যুর পেছনে সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশ এটি তদন্তে করছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page