মানিকগঞ্জে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অন্য ব্যক্তিকে দিয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে তিন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় পক্সি দিতে এসে মূল পরীক্ষার্থীসহ তিন যুবক গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজশাহী মহানগরীর শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
এই তিনজন হলেন- প্রক্সি পরীক্ষার্থী সুমন মিয়া (২৪), মূল পরীক্ষার্থী মো. রাকিব (১৯) ও তাদের সহযোগী তৌফিকুর রহমান (৩৫)।
রাপড়াপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মূল পরীক্ষার্থী মো. রাকিবের অ্যাডমিট কার্ড ছবি ও ফিটনেস প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন সুমন।
পরে কেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষক উক্ত ভুয়া পরীক্ষার্থীকে চিহ্নিত করেন। এরপর ডিবি পুলিশ মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী মো. তৌফিকুর রহমানকে রাজশাহী জেলা পুলিশ লাইনের ১ নম্বর গেট থেকে গ্রেফতার করে।ওসি জানান, বুধবার রাতে রাজপাড়া থানায় একটি মামলা করে করেছে জেলা পুলিশ। সেই মালায় আসামিদের আদালতের প্রেরণ করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page