২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে ১৫তম নির্বাহী সদস্য পদে সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান মনি ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন সমান ৬১টি ভোট পেয়েছিলেন। সেই সমতা ভাঙার জন্য আজ (শনিবার) বাফুফে ভবনে পুনরায় নির্বাচন করেন। এ নির্বাচনে জিতে বাফুফের সর্বশেষ সদস্য হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার মনি।
নির্বাচনে জিতে উচ্ছ্বসিত মনি বললেন, ‘চতুর্থবারের প্রচেষ্টায় অবশেষে জিতলাম। একটি সদস্য পদের জন্য কাউন্সিলররা কষ্ট করে এসেছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।’
গত ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এই দুজনের মধ্যে টাই হয়েছিল। সে সময় এখলাস উদ্দিন ও সাইফুর রহমান মনি সমান ভোট (৬১) পান।
মনি জাতীয় দলের সাবেক স্ট্রাইকার, ছিলেন বাংলাদেশের ২০০৩ সাফজয়ী দলেও। বর্তমানে প্রিমিয়ার লিগের ক্লাব চট্টগ্রাম আবাহনীর কোচ। অন্যদিকে এখলাছ চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page