কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ভেঙ্কেটেশ আইয়ার। দলটির সামনে সুযোগ ছিল আইয়ারকে ধরে রাখার। কিন্তু ক্লাব তাকে ছেড়ে দেয়। হয়তো দেনা-পাওনা নিয়ে সমঝোতায় আসতে পারেনি দুই পক্ষ।
আইপিএলের মেগা নিলাম থেকে ওই ভেঙ্কাটেশকে ২৩ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলের তৃতীয় দামী ক্রিকেটার তিনি। আইপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ দামীও।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page