১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা বিএনপির নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে ষড়যন্ত্র মূলকভাবে গ্রেপ্তার করা হয়। আজ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।
র আগে গত ৭ নভেম্বর পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে আটক করে। এ সময় তার বসতঘর থেকে একটি ৭ দশমিক ৬৫ এম এম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page