আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
এনজো ফার্নান্দেসের অ্যাসিস্টে ১৫ মিনিটে চেলসিকে এগিয়ে দেন নিকোলাস জ্যাকসন। এ মৌসুমে লিগে ১০ গোলে (৭ গোল, ৩ অ্যাসিস্ট) অবদান রাখলেন সেনেগালিজ ফরোয়ার্ড। ৭৫ মিনিটে ব্লুজদের ব্যবধান বাড়ান এনজো। আর্জেন্টাইন মিডফিল্ডারের এ মৌসুমে এটিই প্রথম গোল।
তবে লেস্টার ম্যাচ জমিয়ে তুলে অন্তিম সময়ে। যোগ করা পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেয় তারা। তবে বাকি সময় সমতায় ফেরার চেষ্টা করলেও এনজো মারেসকার দলের রক্ষণদেয়াল ভাঙতে পারেননি।
লিগে দুই ড্রয়ের পর জয়ে ফেরা চেলসির এ মৌসুমে পয়েন্ট দাঁড়াল ১২ ম্যাচে ২২। পয়েন্ট তালিকার তিনে আছে ব্লুজরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে লেস্টার। চেলসি লিগে আগের দুই ম্যাচে সমান ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের বিপক্ষে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page