মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর থেকে হু হু করে বেড়েই চলছে শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের (বিটিসি) দাম। এবার এই কারেন্সির দাম ৯৬ হাজার ডলার ছাড়িয়ে গেল।
মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালের দিকে বাইন্যান্স প্ল্যাটফর্মের তথ্য বলছে, আগের সব রেকর্ড ভেঙে ৯৬৫৬৭ ডলারে পৌঁছেছে এর মূল্য। মূল্য বৃদ্ধির হার ৫.১২ শতাংশ বেড়েছে।
মার্কিন নির্বাচনের আগে বিটকয়েন সর্বোচ্চ ৭৩ হাজার ডলারে উঠেছিল। সমসাময়িক সময়েও এই কারেন্সির দর ছিল ৬০ হাজার ডলারের ঘরে।
বাইন্যান্সের আপডেট তথ্য বলছে, মার্কিন নির্বাচনের পরপরই ৭ নভেম্বর হঠাৎ করে ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েনের দাম ৯ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৭৬ হাজার ডলার ছাড়িয়ে যায়।
এরপর আরেক রিপোর্টে দেখা যায়, ১০ নভেম্বর আগের সব রেকর্ড ভেঙ্গে ৮০,০০০ ডলারে পৌঁছে যায়।
বিশেষজ্ঞরা সম্প্রতি রুশ বার্তা সংস্থা তাস'কে বলেছে, বিটকয়েন আগামী দিনগুলোতে সহজেই ১ লাখ ডলারে পৌঁছাতে পারে। বর্তমান বৃদ্ধির পর্যায়ে থাকলে ৩ লাখ ডলারে পৌঁছানোও অবাক করার মতো কিছু হবে না।
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার মাধ্যমে এর দাম ওঠা-নামা করে। ২০০৮ সালের নভেম্বরে সাতোশি নাকামোতো ছদ্মনামে বিটকয়েন কারেন্সি মার্কেটে প্রকাশ করা হয়।
ক্রিপ্টো মার্কেট বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের মূল্যবৃদ্ধির এই গতি ঐতিহাসিকভাবে ক্রিপ্টো কারেন্সির জন্য আরও লাভের সংকেত দেয়। অদূর ভবিষ্যতে ক্রমাগত এর দাম বাড়তে পারে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page