মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
দেখার কেই নেই, মাত্র দুই সপ্তাহের মাথায় পুনরায় দখল হতে শুরু হয়েছে সাতক্ষীরা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত প্রানসায়ের খালের উপরের ব্রিজ ও সংলগ্ন এলাকা। ১৭ নভেম্বর রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে সুলতানপুর বাজার ব্রিজের উপরে পূর্বের ন্যায় বিভিন্ন ব্যবসায়ীরা বাস্কেট, ঝুড়ি, ক্যারেট, ডালি বিছিয়ে ফল এবং বিভিন্ন মালামাল রেখে জায়গা দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। শহরের পাকাপুলের উপরে ভ্যানে করে বিভিন্ন ফল এবং সবজির দোকান পাতিয়ে ব্যবসা করছে। ব্রিজের উপর থেকে ময়লা আবর্জনা এবং নিষিদ্ধ পলিথিন খালের মধ্যে ফেলা হচ্ছে। এছাড়া প্রাণসায়ের খালের পূর্ব পাশে সাবেক মেয়র আব্দুল জলিলের বাড়ির বিপরীত দিকে অস্থায়ীভাবে কাপড় এবং কাঠের চৌকি পাতিয়ে কাপড়ের ব্যবসা চলছে। যার ফলে একদিকে যানজটের সৃষ্টি অন্যদিকে জেলা প্রশাসনের মহৎ উদ্দেশ্য সাতক্ষীরা প্রাণসায়ের খালের অবৈধ দখল উচ্ছেদ এবং খালের পানি প্রবাহিত করে জলাবদ্ধতা নিরসন করার কার্যক্রম ব্যাহত হতে শুরু হয়েছে। অথচ গত পহেলা নভেম্বর জাতীয় যুব দিবসে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সুলতানপুর বড়বাজার ব্রিজ এবং ব্রিজ সংলগ্ন প্রাণ সায়ের খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খালের আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন উদ্বোধন করেন। উক্ত অভিযানে সাতক্ষীরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এরপরে খালের দুই পাশে শোভা বর্ধন করার জন্য বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। মাত্র দুই সপ্তাহের মাথায় এমন চিত্র সচেতন মানুষের মাঝে বেদনার সঞ্চয় করছে। তাদের মন্তব্য খালের প্রাণ ফিরে পেতে জেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছিল তা সত্যি চমৎকার ছিল। কিন্তু কিছু অসাধু ব্যক্তির জন্য এটি ব্যাহত হতে চলেছে। এ ব্যাপারে জেলা প্রশাসনের কঠোর নজরদারি রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথার্থ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
All reactions:
11
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page