প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’-এর মতো গানে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিতি রয়েছে ব্যান্ডটির।
১৫ নভেম্বর ‘ঢাকা রেট্রো’ কনসার্টে কাবিশ ব্যান্ডের একটি ভিডিও বার্তা প্রচারের পর থেকেই আলোচনার পারদ চড়েছে। প্রথমবারের মতো সরাসরি ব্যান্ডের পরিবেশনা দেখতে মুখিয়ে আছেন অনেকে।
আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সত্যিই কি কাবিশ ঢাকায় আসবে, নাকি বিষয়টি শুধুই গুঞ্জন? বিষয়টি নিয়ে আলোচনার মধ্যের ব্যান্ডটির সঙ্গে যোগাযোগ করেছে প্রথম আলো। ব্যান্ডের প্রতিনিধি আদিল আওয়ান গতকাল রোববার রাতে প্রথম আলোকে জানান, কাবিশ ঢাকায় গাইতে আসছে।
কনসার্টটি আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনিকেশন। এর আগে ‘ঢাকা রেট্রো’ কনসার্টটিও আয়োজন করেছে তারা। কাবিশের কনসার্ট কবে?—এমন প্রশ্নের জবাবে ব্লু ব্রিক কমিউনিকেশনের হেড অব অ্যাডমিন তারেক হোসাইন প্রথম আলোকে জানালেন, এই বছরের শেষ ভাগে কিংবা আগামী বছরের জানুয়ারির মধ্যেই কনসার্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁদের।
এর মধ্যে আগামী ৮ ডিসেম্বর দুবাইয়ে কোক স্টুডিও লাইভ কনসার্টে গাইবে কাবিশ। সঙ্গে কাইফি খলিল, আবদুল হান্নানসহ আরও অনেকে থাকবেন।
১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড কাবিশ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page