বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আর্জেন্টিনার প্রতি আবেগ নতুন কিছু নয়। তবে কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর এ উন্মাদনা ভিন্ন মাত্রা পায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বাংলাদেশের ফুটবল ভক্তদের উচ্ছ্বাস নজর কাড়ে আর্জেন্টিনারও। বিশ্বকাপ জয়ের পর বুয়েন্স আইরেসের শিরোপা উদযাপনেও উঠে আসে বাংলাদেশের নাম। আর্জেন্টিনার গণমাধ্যমে তখন লাল-সবুজের দেশের ফুটবলপ্রেমীদের খবর প্রচুর জায়গা পায়।
বাংলাদেশি সমর্থকদের প্রতি ভালোবাসার প্রতিদান দিতে নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করেছে আর্জেন্টিনা। অ্যাডিডাস ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ৫০ বছরের বন্ধুত্ব উদ্যাপন উপলক্ষে বিশেষ এই জার্সি উন্মোচন করা হয়েছে।
এএফএ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে মেসি, এমিলিয়ানো মার্তিনেজ ও রদ্রিগো ডি পলসহ দলের তারকা ফুটবলারদের দেখা গেছে। ভিডিওটির ৪৮ সেকেন্ডের অংশে ফুটে উঠেছে বাংলাদেশের সমর্থকদের বিশ্বকাপ উদযাপনের একটি দৃশ্য। টিভি পর্দায় দেখানো হয় হাজারো বাংলাদেশি ভক্তের উচ্ছ্বাস, যা কাতার বিশ্বকাপ চলাকালে ভাইরাল হয়েছিল।
আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নতুন এই জার্সি পরেই মাঠে নামবে আর্জেন্টিনা। আকাশি নীল রঙের নতুন জার্সিতে এসেছে পরিবর্তন। আগের তুলনায় নীল রং অনেকটাই হালকা, আর কাঁধে থাকা নীল স্ট্র্যাপও বাদ গেছে। সোনালি রঙে ঝলমল করছে অ্যাডিডাস ও এএফএ’র লোগো।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page