বাংলাদেশের আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে সৌদি আরবে ওমরাহ হজ পালনে রয়েছেন। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে পরিবারসহ সময় কাটানোর পর এবার পবিত্র ওমরাহ পালনের জন্য তিনি মক্কায় অবস্থান করছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ শামিম খান নামের একজন বাংলাদেশির ফেসবুক লাইভে সাকিবকে জুব্বা পরিহিত অবস্থায় মক্কার রাস্তায় হাঁটতে দেখা যায়। সেখানে ভক্তদের সাথে আলাপচারিতা এবং সেলফি তোলার জন্যও তাকে ঘিরে ভক্তদের ভিড় জমে। সাকিবও হাসিমুখে ভক্তদের আবদার পূরণ করেন।
সাকিব সর্বশেষ জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিয়েছিলেন। এরপর টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাও দেন তিনি। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নেয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন, তবে নানা জটিলতার কারণে সেই পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজেও দেখা যায়নি সাকিবকে। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ফরম্যাট থেকেও বিদায় নিতে চান। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বাংলাদেশ দলে তার ভবিষ্যত নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সাকিবের নামে দেশে একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং তার ও স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page