ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদে পদায়নে মোহাম্মদ শাহেদুর রহমানকে সুপারিশের তথ্যটি ভুয়া বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলাম লিখেন, ‘১৫ অক্টোবরের নিয়োগ ২২ অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যেকোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি।’
মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল জানিয়ে তিনি লিখেন, ‘পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন। কিন্তু ঐ ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সাথে সাথেই উনার নিয়োগ বাতিল করা হয়।’
এটি গত মাসের ঘটনা। বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি এনআইবির মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশসহ সই করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যার ব্যাপারে তিনি নিজেই সরাসরি এ বিষয়ে অবস্থান পরিষ্কার করেছেন।
এর আগে, ১৫ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে অধ্যাপক মোহাম্মদ শাহেদুর রহমানকে ২ বছর মেয়াদে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে এরপর ২২ অক্টোবর আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে তার এই নিয়োগ বাতিল করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page