ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৪: মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নয়েমকে ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হিসেবে মনোনীত করেছেন। এটি রিপাবলিকানদের কঠোর অভিবাসন নীতির প্রয়োগের ক্ষেত্রে একটি শক্তিশালী পদ।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, "ক্রিস্টি সীমান্ত নিরাপত্তায় অত্যন্ত শক্তিশালী ছিলেন। তিনিই প্রথম গভর্নর যিনি বাইডেন সীমান্ত সংকট মোকাবেলায় টেক্সাসকে
সাহায্য করার জন্য ন্যাশনাল গার্ডের সৈন্য পাঠান এবং তাদের মোট আটবার পাঠানো হয়েছিল।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page