বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের উদ্যোগে বিজ্ঞান গবেষকদের মাঝে বিএএস-ইমেরিটাস অধ্যাপক সুলতান আহমেদ চৌধুরী সায়েন্স অ্যান্ড টেকনোলজি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড বিতরণ করা হয়েছে। গত ৯ নভেম্বর রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত গবেষকদের মাঝে গোল্ড মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক এম. জাহিদ হাসান, ট্রাস্টি রিপ্রেজেনটেটিভ হিসেবে উপস্থিত ছিলেন সুলতান আহমেদ চৌধুরীর মেয়ে র্যাংগস্ গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন জাকিয়া রউফ চৌধুরী। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সভাপতি ইমেরিটাস অধ্যাপক এ. কে. আজাদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি অধ্যাপক হাছিনা খান প্রমুখ।
ইমেরিটাস অধ্যাপক সুলতান আহমেদ চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page