ঢাকার সাভারের আমিনবাজারে তল্লাশি চৌকি বসিয়ে ঢাকাগামী যানবাহনে তল্লাশি করছে যৌথ বাহিনী। গতকাল শনিবার রাত থেকে এই তল্লাশি চালানো হচ্ছে। আজ রোববার রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের আহ্বান করা সমাবেশের আগে এ তল্লাশি চালানো হলেও পুলিশ জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে । কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে যৌথ বাহিনী গাবতলী সেতুর ঢালে আমিনবাজারে অবস্থান নেয়। এরপর থেকে ঢাকাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে।
আজ রোববার সকাল থেকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের তল্লাশি চৌকির আশপাশে মিছিল করতে দেখা যায়।
সাভার থানার পরিদর্শক আবদুল্লাহ বিশ্বাস বলেন, ‘কোনো বিশেষ কারণে নয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এই কার্যক্রম আজ বিকেল পর্যন্ত চলবে।’
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page