রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে কাশেম (৩২) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রাঙামাটির কাপ্তাই থানা-পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাশেম কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনির সাত্তারের ছেলে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, কাশেম কাপ্তাই থানার জিআর সাজাসহ একাধিক পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
গতকাল বুধবার রাতে কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) হাবীবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবিউল আলম ও এএসআই হ্লাইসিং মং মারমা সঙ্গীয় ফোর্স ঢাকার যাত্রাবাড়ী থেকে তাঁকে গ্রেপ্তার করেছে। ওসি মাসুদ জানান, গ্রেপ্তার আসামিকে আজ বৃহস্পতিবার রাঙামাটির আদালতে পাঠানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page