উন্নয়ন ও সঠিক পরিকল্পনা প্রণয়নে আগামী ১০ ডিসেম্বর দেশব্যাপী শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি ২০২৪। ১৫ দিনব্যাপী এই শুমারি শেষ হবে ২৬ ডিসেম্বর। আর এতে দেশে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ই-কমার্স তথ্য। এবারের অর্থনৈতিক শুমারিতে বিদেশি জনবল নিয়ে বিস্তারিত তথ্য থাকবে।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক আয়োজিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর মূল শুমারির চূড়ান্ত প্রস্তুতি অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘অর্থনৈতিক শুমারি প্রায় দশ বছর পরপর হয়ে থাকে। এটা যাতে সুন্দরভাবে সফল হয়, এ জন্য সবাই একসঙ্গে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে শুমারির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ও তথ্য সংগ্রহে সহযোগিতার জন্য প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা সফল শুমারি বাস্তবায়নে সহায়ক হবে।’
কর্মশালার বিশেষ অতিথি প্রকল্প পরিচালক এস এম শাকিল আখতার বলেন, ‘এই প্রকল্পের সরকারের কিছু রুলস আছে, সেটা মেনেই আমাদের এটা বাস্তবায়ন করতে হবে। এই শুমারি বাস্তবায়নে ৯৫ হাজার শুমারি কর্মী মাঠে থেকে তথ্য সংগ্রহ করবে। এই সময়ে কোনো শুমারি কর্মী পরিবর্তন করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘চূড়ান্ত প্রস্তুতি হিসেবে বিভাগীয় ও জেলা শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণ, উপজেলা ও থানা পর্যায়ে জোনাল অফিসারদের প্রশিক্ষণ এবং তালিকাকারীদের প্রশিক্ষণ ও সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া আধুনিক পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য প্রচার ও অন্যান্য কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে বিবিএস উপমহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ ওবায়দুল ইসলাম বলেন, ‘অর্থনৈতিক শুমারির মাধ্যমে আমরা দেশের প্রকৃত আর্থিক চিত্র তুলে ধরতে চাই, যা ভবিষ্যতে নীতি প্রণয়নে সহায়ক হবে। এ জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি এবং কার্যক্রম বাস্তবায়নে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page