যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বিশেষ পরিস্থিতি বিবেচনায় কয়েকটি রাজ্যে ভোটগ্রহণের সময় বাড়ানো হয়েছে। এদিকে ভোটগ্রহণ শেষে অধিকাংশ রাজ্যে চলছে ভোট গণনা। প্রাথমিক ফলাফলে ১৪টি রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প।
অন্যদিকে কমলা হ্যারিস জিতেছেন চারটি অঙ্গরাজ্যে। ১৬২ ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ৩৪টি ভোট।
প্রাথমিকভাবে এগিয়ে থাকলেও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
কারণ যেসব রাজ্যে রিপাবলিকানরা বরাবরই জয় পায় এমন বড় কয়েকটি রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। ফলে ইলেকটোরাল ভোটে এগিয়ে গেছেন ট্রাম্প। অন্যদিকে যেসব রাজ্যে বরাবরই জয় পায় রিপাবলিকানরা এমন বড় রাজ্যগুলোর ফলাফল এখনো আসেনি।
এদিকে ভোট শেষ হওয়ার কিছু আগে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করে ফিলাডেলফিয়ায় 'ব্যাপক কারচুপির' অভিযোগ করেছেন ট্রাম্প।
পৃথক পোস্টে ডেট্রয়েটে কারচুপির অভিযোগ আনেন তিনি। অভিযোগ উড়িয়ে দিয়ে ডেট্রয়েট সিটি ক্লার্ক জেনিস উইনফ্রে বলেছেন, আমি আজেবাজে কথার জবাব দিই না।
এ বিষয়ে ফিলাডেলফিয়া শহরের কমিশনার সেথ ব্লুস্টেইন বলেন, এ অভিযোগের কোনো সত্যতা নেই। এটা অপপ্রচারের আরেকটি উদাহরণ। ফিলাডেলফিয়ায় অবাধ-সুষ্ঠু ভোটগ্রহণ হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page