গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এসময় মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শতাধিক নারী–পুরুষকে আটক করা হয়েছে।
সোমবার ভোর রাতে টঙ্গীর কেরানিটেক বস্তি ও আলোচিত জাভান হোটেলে এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনীর মেজর ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরানিটেক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ছাড়াও র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫৫০ সদস্য অংশ নেয়। আটককৃতদের আজ সোমবার সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে টঙ্গীর ‘জাভান’ হোটেলে সোমবার ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত চলা যৌথবাহিনীর অভিযানে নেতৃত্ব দেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ি সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাহসিন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page