
নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর ব্যক্তিগত সহকারি (পি এস) রিয়াদ গতকাল ৪-৯-২০২৪ইং রোজ বুধবার ভুইয়াপাড়া এলাকায় জনগণের গন ধোলাই এর শিকার। উত্তম মাধ্যম শেষে এলাকার স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুরোধে ও একই এলাকার ছেলে বিবেচনায় ক্ষমা চাইলে এলাকাবাসী ক্ষমা করেন এবং একটি অটো (মিশুক) গাড়ি তে উঠিয়ে দেন ।
উল্লেখ ৫ আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের আগে কাউন্সিলর বাবুর নির্দেশে ভুইয়াপাড়া এলাকার একজন স্থানীয় বাসিন্দা প্যারিস ভুইয়ার দোকান ভাঙচুর ও জয় ভুইয়ার বাসায় ভাঙচুর গুলি বর্ষণ করেছিলেন পি এস রিয়াদ। সেই ঘটনার সূত্র মোতাবেক হাসিনার পদত্যাগের পর আওয়ামীলীগ নেতাকর্মীদের ক্ষমতার প্রভাব ধংশ হয়ে পরে এবং সবাই নিজ নিজ এলাকা থেকে অঙ্গত স্থানে আত্নগোপনে চলে গেছেন কিন্তূ সকলে চলে গেলেও রিয়াদ ছিলো নিজ অবস্থানেই যার ফলে তাকে আজ ভুইয়াপাড়া এলাকায় দেখেতে পেয়ে উৎসুক জনগন আটক করে এবং গন ধোলাই দেয় ।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য কাউন্সিলর বাবুর পি এস রিয়াদ কে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিক কল করেও পাওয়া যায় নি পি এস রিয়াদ কে ।
অন্য দিকে ভুইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছিল এবং ভিডিও তে যে সকল লোকদের দেখা গিয়েছে তাদের মধ্য কয়েকজনের সঙ্গে এই ঘটনার বিষয়টি জানতে গেলে তারা বলেন এই রিয়াদ শুধুমাত্র রক্ষা পেলো এলাকার ছোট ভাই মোনে করেছি তাই না হলে কাউন্সিলর বাবুর নির্দেশ মোতাবেক রিয়াদ ও তার সাথে আরো কতিপয় লোকদের নিয়ে প্যারিস ভুইয়ার দোকানে চাদাঁর জন্য গিয়েছিল চাদাঁ দিতে রাজি না হলে এক পর্যায়ে রিয়াদ ও তার সন্ত্রাসীদের হামলায় তছনছ করে দিয়েছিলেন প্যারিস এর দোকান টি দোকান ভাঙচুর করেও থেমে যায় নি একের পর এক হুমকি ও বিভিন্ন ভাবে হত্যা করার চেষ্টাও করেছিলেন এই রিয়াদ ।