
নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর পল্লবী থানা ৫নংওয়ার্ড, শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল কে ১৬ ই ডিসেম্বর (১৬/১২/২০২৪) রাত ২২.৩৫ ঘটিকার সময় মিরপুর-১২ এলাকা হতে হতে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে মোস্তফা কামাল বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মাদক , চোরাচালান, সন্ত্রাসী কর্মকান্ড, গুম, রাহাজানি সহ অসংখ্য অপকর্মের মূলহোতা হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে অসংখ্য মামলা ও অভিযোগ বিদ্যমান রয়েছে । আরো জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর এলাকায় অসংখ্য ছাত্র-জনতার উপর প্রকাশ্য দিবালোকে হামলা করার অভিযোগ রয়েছে।

গ্রেফতারের নিশ্চিতের বিষয়ে ডিএমপি পল্লবী থানার ওসি ইনচার্জ মোঃ নজরুল ইসলাম তিনি জানান গ্রেফতারকৃত আসামী মোঃ মোস্তফা কামালের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বর্ণনা দিতে গিয়ে উল্লেখ করেন- “ডিএমপি এর পল্লবী থানার মামলা নং-১০, তারিখ-২৫/০৮/২০২৪; জি আর নং-৩৪০, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মোস্তফা কামাল (৪৫), পিতা-মৃত আঃ রহমান কাজী, মাতা-মমতাজ বেগম, গ্রাম-নর কলিতা, ডাকঘর-দুলগন্ড, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর বর্তমানে-সেকশন ১২, ব্লক-ডি, রোড নং-২০/এ, লেন নং-২০/২, বাসা নং-১৫, থানা-পল্লবী, ঢাকা (৫নংওয়ার্ড, শ্রমিক লীগের সাধারন সম্পাদক) কে ইং ১৬/১২/২০২৪ তারিখ রাত ২২.৩৫ ঘটিকার সময় মিরপুর-১২ এলাকা হতে হতে গ্রেফতার করা হয়েছে।”
ওসি নজরুল ইসলাম বলেন আসামী মোঃ মোস্তফা কামাল কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
দৈনিক জনজাগরণ কোডঃ ৩৪৫৬