
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে ২৭০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত মার্কিন ফেডারেল ইলেকশন কমিশনের নতুন নথি থেকে এই তথ্য জানা যায়। এর মাধ্যমে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি এই বছরের হোয়াইট হাউসের দৌড়ে কতটা প্রভাব ফেলেছেন তা উঠে এলো। খবর রয়টার্সের।
স্পেসএক্স ও টেসলার সিইও এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের সক্রিয় সমর্থক ছিলেন। তিনি ট্রাম্পের প্রচারের জন্য মার্কিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন এবং ট্রাম্পের সমাবেশগুলোতে ভাষণ দিয়েছেন।

এই বিশাল অনুদানের মাধ্যমে মাস্ক যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অন্যতম বৃহত্তম অর্থদাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। এ ছাড়া তিনি ট্রাম্পের একজন শক্তিশালী রাজনৈতিক মিত্রে পরিণত হয়েছেন। এমনকি আসন্ন রিপাবলিকান প্রশাসনের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সের মালিক মাস্ক ট্রাম্পের ট্রানজিশন টিমে একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে আবির্ভূত হয়েছেন। ট্রাম্প তাকে এবং সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে একটি টাস্ক ফোর্সের নেতৃত্ব দিতে মনোনীত করেছেন। এই টাস্ক ফোর্সের লক্ষ্য সরকারি ব্যয় ও বিধিনিষেধ হ্রাস করা। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে মাস্ক ও রামাস্বামী মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মার্কিন বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ওপেনসিক্রেটসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইলন মাস্কের দেওয়া এই পরিমাণ অনুদানের কারণে তিনি ২০১০ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় দাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মাস্ক এই নির্বাচনী চক্রে ট্রাম্পের আরেক সমর্থক টিম মেলনকেও ছাড়িয়ে গেছেন। মেলন প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণায়।