
দৈনিক জনজাগরণ ডেস্ক:
ইং-৩০/১২/২০২৪ তারিখ ২১.৫০ ঘটিকার সময় ।

আসামী ১। মোঃ জাওয়াদুল (২৫), পিতা মোঃ আক্তার হোসেন ভূইয়া, মাতা- জোসনা, সাং-বাগদোবাড়িয়া, ইউপি-মদনপুর, থানা- নারায়নগঞ্জ বন্দর, জেলা-নারায়নগঞ্জ এর দখল হইতে ১২ (বারো) প্যাকেট বিষ্ফোরকদ্রব্য (আতশ বাজি), যাহার প্রতিটি প্যাকেটের মধ্যে ০৫ (পাঁচ) পিচ করে সর্ব মোট-(১২x৫)=৬০ (ষাট) পিচ বিষ্ফোরক জাতীয় দ্রব্য (আতশ বাজি), যাহার ওজন-০৬ (ছয়) কেজি, যাহার বাজার মূল্য অনুমান- ৬,০০০/- (ছয় হাজার) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করিয়া আসামীর বিরুদ্ধে ডিএমপি এর পল্লবী থানার, এফআইআর নং-৬৬, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২৪; জি আর নং-৫৪২, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২৪; সময- তারিখ ০১.৩৫ ঘটিকার সময়। ধারা- 5 The Explosive Substances Act, 1908; রুজু করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।