ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল -
রেজাউল করিম রাজু, বিশেষ প্রতিনিধি, নীলফামারী।
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন মুক্তির দাবিতে, জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা যুবদল, ছাত্রদল, উপজেলা জিয়া মঞ্চ, জলঢাকা পৌর জিয়া মঞ্চ, যৌথ উদ্যোগে তুহিন ভাইয়ের নিঃশর্তে মুক্তির দাবিতে জলঢাকা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, জলঢাকা স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে, মুক্তির সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক,শাহজাহান কবির লেলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আলমগীর হোসেন, কলের শাখার ছাত্রদলের সভাপতি, শাকিল আহমেদ, জিয়া মঞ্চ উপজেলা শাখার আহ্বায়ক,জাহাঙ্গীর আলম, ও সদস্য সচিব, তুহিনুর রহমান, জলঢাকা পৌর শাখার জিয়া মঞ্চের আহ্বায়ক,আব্দুর রহিম উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন শাহরিন ইসলাম তুহিন ভাইয়ের নিঃশর্ত মুক্তি না দিলে, আগামীতে কঠোর হতে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কর্মসূচির ভেনুতে,নেতারা বক্তব্য রাখেন নীলফামারী জেলা রাস্তাঘাট কলকারখানা দোকানপাট বন্ধ রাখা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page