
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় কিশোর গ্যাং গ্রুপের স্বশস্ত্র হামলা,স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ
ক্রাইম রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপার ইউনিয়নের মূলচর গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় কিশোর গ্যাং গ্রুপের একাধিক বাড়িঘরে স্বশস্ত্র হামলার অভিযোগ পাওয়া গেছে।এ সময় ভুক্তভোগী পরিবরের বাড়ি হতে ৫ ভরি স্বর্ণলংঙ্কার ও নদগ দুই লক্ষ টাকা লুট করে নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগি পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দিঘিরপার এলাকার মূলচর গ্রামের নাসির হালদার এর বাড়ির দরজা,টিনের বেড়া,থাই গ্লাস ভাঙ্গা অবস্থায় পরে রয়েছে। ঘরের ভিতরের স্টিল আলমারী সুকেচের কাপড় চোপর মেঝেতে ছড়ানো ছিটানো অবস্থায় পরে রয়েছে।
এক ভিডিও চিত্রে দেখা যায় দিঘিরপাড় এলাকার কিশোর গ্যাং গ্রুপের আলিফ( ২০), ইয়াসিন(২২),সানি(২৩),লিমন (২৩),ইসমাঈল(১৮),কোবা(১৬), নজু(১৬),রাতুল(১৭)হাতে কাঠের ডাসা,দেশীয় অস্ত্র চাকু নিয়ে মঙ্গলবার(২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে ভুক্তভোগী নাসির হালাদার এর বাড়িতে প্রবেশ করে।প্রথমে তারা নাসির হালদার এর টিন ও কাঠের তৈরী ঘরের বেড়ার কয়েক স্থানে পিটিয়ে খুলে ফেলেন।পরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন।এছাড়া তার পাকা ভবনের থাই গ্লাস একাধিক স্থানে ভেঙ্গে ফেলেছেন।
এছাড়াও পাশের ট্রলার চালক হবি হালদার এর বাড়িতে প্রবেশ করে কিশোর গ্যাং গ্রুপ ওই বাড়ি ভাংচুর করেন।এ ব্যাপারে ট্রলার চালক হবি বলেন,আমি আমার বাড়ির সামনের পদ্মা নদীতে ট্রলার চালাই।ওরা ট্রলার ঘাটে এসে প্রায় নেশা করে শুধু শুধু আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।আজ মঙ্গলবার সকাল ৭ টার দিকে ওরা ট্রলার ঘাটে এসে আমাকে গালিগালাজ করতে ছিলো।এ সময় নাসির হালদার নদীর ঘাটে ঘুরতে গেলে বিষয়টি আমি তাকে জানাই।পরে তিনি প্রতিবাদ করলে ওরা প্রথমে নাসির হালদার পরে আমার বাসায় হামলা চালায়।
এ ব্যাপারে নাসির হালদার বলেন,আমি সকালে নদীর পারে গেলে ট্রলার চালক হবি আমাকে বলেন,মাহবুল খার ছেলে আলিফ ১০-১২ জন কিশোর মিলে তাকে শুধু শুধু বকাঝকাঁ করছে।আমি বকাঁঝকার কারন জানতে চাইলে ওরা কোন সদুত্তর দিতে পারেনাই।এ সময় আমি ওদের শাষন করায় লোকজন নিয়ে এসে আমার বাড়িতে হামলা করে।আমার বাড়িঘর ভাংচুর ও আমার ঘরে থাকা ৫ ভরি স্বর্ণলংঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
স্থানীয়রা বলেন,এই কিশোর গ্যাং গ্রুপটি গত ৫ আগষ্টের পরে এলাকায় খুব বেপোরোয়া হয়ে উঠেছে।তারা মাদক সেবন ছাড়াও বিভিন্ন অপকর্ম করে বেরাচ্ছে।
এ ব্যাপারে টংঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনছি।ট্রলারঘাটে চর থাপ্পর মারাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে।অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।