
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজের বাজে শুরুর পর এবার আরো একটা দুঃসংবাদ সঙ্গী হয়েছে অজিদের। অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন জস হ্যাজেলউড। তছাড়া সিরিজের পরের ম্যাচগুলোতেও তাকে পাওয়া নিয়ে যথেষ্ট শঙ্কা আছে।
২০২০ সালের ডিসেম্বরেই ভারত ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল অ্যাডিলেড ওভালে। এবারও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড টেস্ট শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। তার আগে বড় ধাক্কা খেল স্বাগতিকেরা। চোটে অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হেইজেলউড।

চার বছর আগে হেইজেলউডের তোপেরমুখেই দ্বিতীয় ইনিংসে লন্ডভন্ড হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ৩ মেডেন ও মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার। ভারতের ১১ ব্যাটারদের ইনিংস মিলে হয়েছিল ১১ ডিজিটের মোবাইল নম্বর। অর্থাৎ কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
সেই হেইজেলউড এবার অ্যাডিলেডে মোকাবিলা করতে হচ্ছে ভারতের। সফরকারীদের জন্য সুখবর হলেও অজিদের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। পার্থে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে সমতায় ফিরতে মরিয়া তারা। তার আগে দলের সেরা পেসার হেইজেলউডকে না পাওয়া বড় ধাক্কাই। পার্থ টেস্টের প্রথম ইনিংসেও ৪ উইকেট পেয়েছিলেন হেইজেলউড।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘লো গ্রেড লেফট সাইড’ চোটে ছিটকে গেছেন হেইজেলউড। চোট তিনি কখন কীভাবে পেয়েছেন, তা জানানো হয়নি। অ্যাডিলেডে দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন ৩৪ বছর বয়সী পেসার। দুর্ভাবনা তো আছে মিচেল মার্শকে নিয়েও।
হেইজেলউডের বদলি হিসেবে একসঙ্গে দুজন পেসারকে দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের সঙ্গে যুক্ত করা হয়েছে শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেটকে। দুজনই আগে টেস্ট দলে ডাক পেয়েছিলেন। তবে অভিষেক হয়নি কারও। এবারও তাঁদের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা থাকছেই। সব ঠিক থাকলে একাদশে হেইজেলউডের জায়গা দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে। আগে থেকেই বিকল্প পেসার হিসেবে দলে আছেন তিনি। অ্যাডিলেডে আগামী শুরু হবে দিবা-রাত্রি টেস্ট।