কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য নিখোঁজের ৩৬ ঘণ্টা পর একজন এবং ৫১ ঘণ্টা অপরজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে পাবনা নাজিরগঞ্জ ঘাট সংলগ্ন কবর স্থানের পাশের পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে হামলার স্থান থেকে ৪৫ কিলোমিটার দূরে পাবনার সুজানগর থানার মোহনপুর এলাকায় পদ্মা নদীতে এ এস আই মুকুলের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় জেলেরা। খবর দিলে নৌ পুলিশ তার লাশটি উদ্ধার করে। পরে লাশটি নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কুমারখালীতে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে মঙ্গলবার দুপুরে শিলাইদহ ঘাট এলাকার পদ্মা নদী থেকে এ এস আই সদরুল আলমের লাশ উদ্ধার করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page