মোঃ মাসুদুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল সদর উপজেলাধীন তুলরামপুর ব্রিজের নিচে গরুর চোর সন্দেহ গণপিটানিতে তিনজন নিহত, সরেজমিন পর্যবেক্ষণে জানা যায় দীর্ঘদিন ধরে তুলরামপুর গ্রামের গরু চুরির ঘটনা চলমান রয়েছে এর ধারাবাহিকতায় গতরাতে তুলারামপুর গ্রামের মোঃ বখতিয়ার তরফদার পিতা-মৃত সিদ্দিক তরফদার এর বাড়িতে গরু চুরি করতে গেলে তাদের উপস্থিতির টের পেয়ে সাধারণ জনতা তাদের উপর চড়া হয়ে লাঠি শুটা দিয়ে উপর্যপুরী আঘাত করতে থাকে এতে ঘটনাস্থলে নিহত হয় ।
তাদের নিকট থেকে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে দুইজন ব্যক্তির নাম পরিচয় জানা যায় তাদের একজনের নাম নূর-নবী বয়স ৩৫ ও দুলাল বয়স ৩২ অপরজনের নাম জানা যায়নি।
নড়াইল থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page