
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। এর ফলে বন্ধ রয়েছে সড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। নীলক্ষেত মোড় থেকে আজিমপুর পর্যন্ত এবং সায়েন্সল্যাব মোড় থেকে ধানমন্ডি ২৭ পর্যন্ত ছাড়িয়েছে গাড়ির সারি। এমন অবস্থায় উপায়ন্তর না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যাচ্ছেন মানুষজন।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের ফলে থমকে পড়েছে পুরো নিউমার্কেট, নীলক্ষেত ও সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকা। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, শাহবাগ থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, ধানমন্ডি এবং মোহাম্মদপুর থেকে সায়েন্সল্যাব অভিমুখের সব সড়কেই তৈরি হয়েছে তীব্র যানজট। এই সড়কগুলোতে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।