
দৈনিক জনজাগরণ ডেস্ক:
এসআই/ননী গোপাল বর্মন সঙ্গীয় অফিসার-ফোর্স সহ পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা কালে ইং- ২৮ ডিসেম্বর, ২০২৪, তারিখ ২২.১০ ঘটিকার সময় ।

পল্লবী থানাধীন এভিনিউ-৫ এর আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এর গেইটের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ সোহেল (৩৫) পিতা: মোঃ সামসুল হক, মাতা: সুফিয়া বেগম, ঠিকানা: স্থায়ী: গ্রাম- সেকশন-১১, ব্লক-সি এভিনিউ-৫, লাইন-১২, বাসা-১৪, থানা-পল্লবী, ডিএমপি-ঢাকাকে আটক করে, তার হেফাজত হইতে ১০ (দশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যার ওজন ০১ গ্রাম, মূল্য অনুমান ৩০০০/-টাকা। উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে পল্লবী থানার মামলা নং-৬১, তারিখ-২৯/১২/২০২৪ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) মোতাবেক মামলা রুজু করা হয়েছে। উপরোক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হবে।