
গাড়ি ও মোটরসাইকেল (অটোমোবাইল) প্রস্তুতকারী জাপানি কোম্পানি সুজুকি মোটরসের চেয়ারম্যান ওসামু সুজুকি মারা গেছেন।
গত ২৫ ডিসেম্বর রাজধানী টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি।

এক বিবৃতিতে সুজুকি মোটরস জানিয়েছে, ৯৪ বছর বয়সী ওসামু লিম্ফোমায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। লিম্ফোমা হলো রক্তের একপ্রকার ক্যানসার।
ওসামু সুজুকি তার সময়ের সবচেয়ে বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা হিসেবে পরিচিত। মূলত তার সুদূরপ্রসারী বাণিজ্যিক পরিকল্পনার সুবাদেই মোটরগাড়ি সর্বপ্রথম মধ্যবিত্তের নাগালে আসে।
ব্যক্তিগত জীবনে মিতব্যয়িতার জন্য সুপরিচিত ছিলেন ওসামু সুজুকি। এসির খরচ বাচাতে তিনি তার অফিস ও কারখানার ছাদ বিশেষভাবে তৈরি করেছিলেন। বিমান ভ্রমণে সবসময় ইকোনমি ক্লাস বেছে নিতেন তিনি। ব্যক্তিগত জীবনেও কোনো আড়ম্বরতার ছাপ তার মধ্যে ছিল না বলে জানিয়েছেন ওসামুর পরিচিত ও স্বজনরা।