
ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ লাখ রুপি, তবে নিলামে কোনো দলই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান উর্বিল প্যাটেলের প্রতি আগ্রহ দেখায়নি। সেই আক্ষেপই যেন মাঠে ঝাড়লেন তিনি।
সৈয়দ মুশতাক ট্রফিতে করলেন ২৮ বলে সেঞ্চুরি, যা কি না ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম। আজ মুশতাক আলী ট্রফিতে ত্রিপুরা-গুজরাট ম্যাচে এই রেকর্ড গড়েছেন উর্বিল।

এক বছর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করা উর্বিল প্যাটেল এবার গড়লেন স্বীকৃত টি ২০তে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আইপিএলে দল না পাওয়ার ক্ষোভ মেটাতেই যেন বুধবার মুশতাক আলী ট্রফিতে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করলেন গুজরাটের এই কিপার-ব্যাটার।
ভারতের ক্রিকেট ইতিহাসে এটি দ্রুততম সেঞ্চুরি। ত্রিপুরার বিপক্ষে ২৮ বলে তিন অঙ্ক ছোঁয়া উর্বিল দলকে জিতিয়ে অপরাজিত থাকেন ৩৫ বলে ১১৩ রানে। তার ইনিংসটি সাজানো সাত চার ও ১২ ছক্কায়।
স্বীকৃত টি ২০তে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এস্তোনিয়ার ব্যাটার সাহিল চৌহানের। গত জুনে সাইপ্রাসের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেন ২৭ বলে।
মাত্র এক বলের জন্য বিশ্ব রেকর্ডে ভাগ বসাতে না পারলেও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে উর্বিল এখন রেকর্ডের চূড়ায়। তিনি ভেঙেছেন ঋষভ পন্তের ৩২ বলে সেঞ্চুরির রেকর্ড।