এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
২৮,অক্টোবর-২০২৪-ইং
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজামালকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) রেফার্ড করেছেন চিকিৎসক।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় থানা ছাত্রদলের এক নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত শাহজামাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার জয়নুদ্দিন মোল্লার ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক।
রাতে আহত শাহজামাল বলেন, শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে প্রতিপক্ষসহ ছাত্রলীগ কর্মীরা মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে আমার একটি হাতের তিনটি আঙুল কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছি।।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, একজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছি। তার হাতের তিনটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাকে থানায় এসে অভিযোগ বা মামলার জন্য অনুরোধ করেছি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page