
দৈনিক জনজাগরণ ডেস্ক:
ডিএমপি এর পল্লবী থানার ,এফআইআর নং-৫২, তারিখ- ২৭ ডিসেম্বর, ২০২৪; জি আর নং-৫২৮,সময়- তারিখ ০০.০৫ ঘটিকার সময়। ধারা-৩৯৩ The Penal Code
১৮৬০; এর ঘটনার সহিত জড়িত এজাহার নামীয় আসামী ১। ওবায়েদুল্লাহ (২২), পিতা-বাচ্চু মিয়া, মাতা-
মরিয়ম, সাং-মানিকদীর, ইউনিয়ন- গাপাইনগর, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি-জনৈক মো:
ফারুক হাসেন, পিতা- মো:দেলোয়ার হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া, ১৭ উত্তর মানিকদী, থানা-ক্যান্টনমেন্ট ,
ঢাকাকে ইং-২৭/১২/২০২৪ তারিখ ০৩.৩৫ ঘটিকার সময় পল্লবী থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়েছে
এবং আসামীর নিকট হইতে মামলার ঘটনায় লুন্ঠিত টাকা হইতে ৫,৫০,০০০/- ( পাচ লক্ষ পঞ্চাশ হাজার)
টাকা উদ্ধার করা হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পল্লবী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।