সাবেক তথ্যমন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।
হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এর আগে ২২ আগস্ট ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও গ্রেপ্তার করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার আগের দিন সেই সময়কার পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ৪ আগস্টের ওই বিবৃতিতে সংঘাত-সহিংসতা-রক্তপাত ও রাজনৈতিক অনিশ্চয়তা এড়াতে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page