
শিক্ষার্থী ও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছেন সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া আনসার সদস্যরা। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনসার সদস্যরা ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন।
কিছু আনসার সদস্য সচিবালয়ের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় আটকা পড়েছিলেন। তাঁরা শিক্ষার্থীদের প্রহরায় সচিবালয় এলাকা ছাড়ছিলেন। আহতদের রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা।
