
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সুস্থতা কামনায়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের গর্ব। তার অসুস্থতার সংবাদ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করেন ও মাঠে ফিরে আসেন।
তারা বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র তামিম ইকবালের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমরা তার পরিবারের পাশে রয়েছি। দেশের মানুষের ভালোবাসা ও দোয়া তার সঙ্গে রয়েছে।
বিএনপি মিডিয়া সেল তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীকে তার সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে।