
শ্রেয়াস আইয়ারের অধীনে সবশেষ মৌসুমে শিরোপা জিতলেও তাকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। তবে নিলামে ডানহাতি ব্যাটারের নাম ওঠার পর সবার আগে তাকে দলে টানার আগ্রহ দেখায় তারা। যদিও পরবর্তীতে সরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দারুণ এক লড়াই করেছে পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস। সবশেষ মৌসুমে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা। যা ছিল আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড। মেগা নিলামে অবশ্য সেটা ভেঙে দিয়েছেন শ্রেয়াস আইয়ার।
পাঞ্জাব ও দিল্লির লড়াইয়ে ভারতের ব্যাটারের দাম উঠেছে ২৬ কোটি ৭৫ লাখ রুপি। দিল্লিকে লড়াইয়ে হারিয়ে আইয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব।
