আন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
বাংলাদেশের পেসারদের মধ্যে এক বছরে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড হাসান করেছেন গতকাল অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে। ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন হাসান। ২৫ বছর বয়সী পেসারের ৮ টেস্টের ক্যারিয়ারে উইকেট এখন ২৬। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন শাহাদাত হোসেন রাজীব। এছাড়া সাকিব ২০১০ ও ২০১৪ সালে টেস্টে নিয়েছিলেন ২৭টি করে উইকেট।
টেস্টে যে হাসান রাজত্ব করতে এসেছেন, সেটার প্রমাণ মিলেছে চট্টগ্রামে তাঁর অভিষেক টেস্টেই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নিয়েছিলেন ৬ উইকেট। যার মধ্যে ৪টিই দ্বিতীয় ইনিংসে। তবে ঘরের চেয়ে ঘরের বাইরেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন। এখন পর্যন্ত বাংলাদেশের মাঠে টেস্টে তাঁর উইকেট ৭। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বিদেশে ২৪ বছর বয়সী বাংলাদেশি পেসার নিয়েছেন ১৭ উইকেট।
৮ টেস্টের ক্যারিয়ারে এক ইনিংসে দুইবার ৫ উইকেট নিয়েছেন এবং দুটিই দেশের বাইরে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে নাম লেখান রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে। এরপর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। শুবমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্ত-ভারতের প্রথম সারির চার ব্যাটারের পর জসপ্রীত বুমরার উইকেট নিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছিলন।
টেস্টে উইকেটের জন্য যখন হাপিত্যেশ করতে থাকে বাংলাদেশ, তখনই মঞ্চে আবির্ভূত হন হাসান। এ বছরের অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেটে কাইল ভেরেইন ও উইয়ান মুলডারের জুটি যখন ভাঙতে ব্যর্থ সবাই, তখন অধিনায়কের মুখে হাসি ফোটান হাসান। অ্যান্টিগায় চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের কথাই ধরে নেওয়া যাক। গতকাল দ্বিতীয় দিনে নিজের প্রথম দুই ওভারের মধ্যেই হাসান নিয়েছেন ২ উইকেট। এরপর অষ্টম উইকেটে কেমার রোচ ও জাস্টিন গ্রিভসের জমে যাওয়া ১৪০ রানের জুটিটাও ভেঙেছেন হাসান।
২০১০ ও ২০১৪ সালে সাকিব যে মুড়ি মুড়কির মত উইকেট নিয়েছিলেন, সেখানে প্রতিপক্ষ জিম্বাবুয়েও ছিল। তবে হাসান এখনো টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেননি। ২৫ বছর বয়সী বাংলাদেশের পেসার ৮ উইকেট নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছেন ৬টি করে উইকেট। যেভাবে দুরন্ত গতিতে ছুটে চলেছেন, তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেই হাসান ভেঙে দেবেন সাকিবের পুরোনো রেকর্ড। যদি অ্যান্টিগায় না হয়, জ্যামাইকা তো রয়েছেই। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর শুরু হবে জ্যামাইকায়। ২ উইকেট নিয়ে হাসান কবে, কোথায় সাকিবের রেকর্ড ভেঙে দেন, সেটার উত্তর সময়ই বলে দেবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে সাকিব না থাকাতেই যেন ‘উপহার’ হয়েছে হাসানের। আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত সাকিব এ বছর ৫ টেস্টে নিয়েছেন ১৩ উইকেট। বোলিংয়ে ধার তেমন না থাকলেও প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠতে জানেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সেক্ষেত্রে হয়তো হাসানের উইকেট সংখ্যা আরও একটু কমে যেত।
এক বছরে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড কিন্তু সাকিবের নয়। ২০১৮ সালে ৭ টেস্টে ৪৩ উইকেট নিয়ে বাংলাদেশের মধ্যে এক বছরে ক্রিকেটর রাজকীয় সংস্করণে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি তাইজুল ইসলামের।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page