লক্ষ্মীপুরে দুই নারীকে প্রকাশ্যে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে।
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শেফালী বেগম ও ভাবনা আক্তার নামে দুই নারীকে বেদম মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। মো. রাশেদ আলম নামে এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
এরই মধ্যে এ ঘটনায় একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে ওই যুবকের বিচার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। এতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ওই যুবকের বিচার দাবি করেছেন এলাকাবাসী। ঘটনার পর থেকে অভিযুক্ত রাশেদ আলম গা ঢাকা দিয়েছে।
রাশেদ আলম সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ্ হাজী বাড়িতে এই ঘটনা ঘটে।
ভাইরাল হওয়ায় ১৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় লোকজনের সামনে ওই নারীদের কাঠ দিয়ে মারধর করছে রাশেদ আলম। তাকে স্থানীয় কিছু লোক আটকানোর চেষ্টা করে। পরে ওই দুই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাশেদ ওই বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে। নির্যাতনের শিকার ওই দুই নারী একে অপরের আত্মীয় হয়।
ভুক্তভোগী ভাবনা আক্তার বলেন, নানার বাড়িতে তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি খরিদ করেন। সেই জমি জোরপূর্বক তার দূর সম্পর্কের মামাতো ভাই রাশেদ আলম বিক্রি করে দেন। রাশেদ আলম ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে রোববার দুপুরে ভাবনা ও তার খালাতো বোন শেফালী বেগম বাধা দেন। একপর্যায়ে রাশেদ তাদের এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেন।
একে আজাদ লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা বলেন , দুই নারী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। তাদের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তারা মারধরের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page