
মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালী সড়কটি খানাখন্দে ভরা, ভোগান্তিতে পথচারী,সংস্কারে টনক নড়ছে না কর্তৃপক্ষের
ক্রাইম রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী সড়কের বেহাল দশা!বেশ কয়েক বছর ধরে সংস্কার না হওয়াতে সড়কটি খানাখন্দে ভরা।বৃষ্টি হলেই জমছে পানি।এতে এ পথে চলাচলকারী মানুষ রয়েছে চরম ভোগান্তিতে।প্রায় প্রতিদিনই ঘটছে ছোটবড় নানা দুর্ঘটনা।এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, যাত্রীসাধারণসহ পরিবহন চালকদের।সড়কটি মুন্সীগঞ্জ পৌরসভার সার্কিট হাউস থেকে কাটাখালী(ঋষিবাড়ি)পর্যন্ত সোয়া ১ কিলোমিটার।
জেলা শহর থেকে উপজেলা চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়ন যাতায়াতের প্রধান সড়ক এটি।পৌরসভা পর থেকে সদর উপজেলা মহাকালী ইউনিয়ন হয়ে সড়কে মাকহাটি বাজারে গিয়ে মিশেছে প্রায় ৯ কিলোমিটার দৈর্ঘ্যে।এতে,সোয়া ১ কিলোমিটার পৌরসভার অংশজুড়ে এই সড়কের বেহাল দশা হলেও সংস্কারে টনক নড়ছে না কর্তৃপক্ষের।যানা গেছে,গত কয়েক বছর আগে সড়কটি সংস্কার করে মুন্সীগঞ্জ পৌরসভা।তারপর থেকে পৌরসভার ৪ নং ওয়ার্ড পূব দেওভোগ এলাকার সার্কিট হাউস থেকে ৬ নং ওয়ার্ডের ঋষিবাড়ি পর্যন্ত এই সড়কে তেমন কোন কাজ করা হয়নি।এ নিয়ে ক্ষোভ ঝাড়ছেন স্থানীয়রা।তারা দ্রুত টেকসই সংস্কারের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের কাছে।সদরের সাথে সংযোগ গুরুত্বপূর্ণ এই সড়কটি ব্যবহার করে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে এই সড়কটিতে।অসুস্থ,বৃদ্ধ ছোট বড় সবাই এই সড়কটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।সরেজমিনে মঙ্গলবার গিয়ে দেখা যায়,পৌরসভার সার্কিট হাউস থেকে কাটাখালীর ঋষিবাড়ি পর্যন্ত প্রায় সোয়া ১ কিলোমিটার সড়কের অবস্থা খুবই করুন।সড়কের মাঝে মাঝে কাপেটিং ওঠে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে।আবার কোথাও পানি জমে রয়েছে।ক্ষোভ প্রকাশ করে ৬ নং ওয়ার্ডের ছোট কাটাখালী এলাকার বাসিন্দা অ্যাডভোকেট মো:রোমান হোসেন বলেন,আমার বাড়ি কাটাখালী এলাকায়।প্রতিদিন এ সড়কে যাতায়াত করতে হয়।রাস্তাটির অবস্থা এতই খারাপ যে,কোন অটো সেখান দিয়ে যেতে টালবাহানা করে।আর স্কুল শিক্ষার্থীদের চরম বেগ পোহাতে হয় এই সড়কটিতে।অতি দ্রুত এই সড়কটি সংস্কারে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাই। এদিকে,বেশ কিছু স্কুল শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করে জানান,পৌরসভার এত কাছাকাছি থেকেও আজ দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা। পৌর প্রশাসন দেখেও না দেখার ভ্যান করে। অচিরেই এই সড়কটির সংস্কার কাজ শুরু করার দাবি জানাচ্ছি।রাস্তাটির বেহাল দশা নিয়ে মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জানান,প্রকল্পের মাধ্যমে রাস্তাটি আপাতত সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে।কাটাখালী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক খুব দ্রুতই সংস্কার করা হবে।