ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার খবর শোনার পরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন ওই ফ্লাইটের যাত্রী জাবেদ আহমেদ।
বুধবার ২২ জানুয়ারি দুপুর ১টা ২০ মিনিটে অবতরণের প্রায় ৪ ঘণ্টা পর বিমানবন্দর থেকে বের হয়ে এ কথা বলেন ওই যাত্রী।
জাবেদ আহমেদ বলেন, বিমানের ভেতরে আমরা কিছু জানতে পারিনি। আমরা বিমান থেকে বের হওয়ার পর শুনেছি। শোনার পরে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তবে কোনো ঝুঁকি দেখিনি। প্রথম থেকে মিথ্যা মনে হয়েছিল। আমাদেরকে নিরাপত্তা স্বার্থে তল্লাশি করা হয়েছে। তবে কোনো প্রকার হয়রানি করা হয়নি।
জানা গেছে, একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে ওই ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পর বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। এরপর সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে।
সূত্র জানিয়েছে, বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায়। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হয়েছে।
সূত্র আরও জানায়, পুরো প্লেন তল্লাশি করে কোনো বোমা বা বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে। কোথাও বিস্ফোরক বা কিছু পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যে যাত্রীদের ব্যাগেজ ফেরত দেওয়া হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page