
পুলিশের গুলিতে শহীদ রিকশাচালক ইসমাইলকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ডেল্টা হেলথকেয়ারের মেডিকেল অফিসার ডা. সাদী বিন শামসের মুক্তি এবং মামলাকারী পুলিশের বদলিসহ ৫ দফা দাবি ঘোষণা করেছেন চিকিৎসকরা।
মঙ্গলবার ২১ জানুয়ারি জজকোর্ট প্রাঙ্গণে ‘মার্চ ফর ডা. সাদী ন্যাশনাল মেডিকেল কলেজ টু জজকোর্ট’ কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

চিকিৎসকদের ঘোষিত পাঁচ দফা হলো—
১. ডা. সাদীর নিঃশর্ত মুক্তি এবং মামলা থেকে তাকে প্রত্যাহার,
২. ডা. সাদীর সঙ্গে গ্রেপ্তারকৃত অন্যান্য নিরপরাধ কর্মচারীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
৩. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তানভীন হোসেন জোহাকে প্রত্যাহার করা
৪. মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা ও হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি পূর্বক তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. অনতিবিলম্বে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন প্রণয়ন করে বাস্তবায়ন করতে হবে,
এসময় ডেল্টা হেলথকেয়ারের মেডিকেল অফিসার ডা. সাদী বিন শামসসহ পাঁচজনের মুক্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের চিকিৎসকবৃন্দ।