মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন
মোঃ সুমন হোসেন,ক্রাইম রিপোর্টারঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে মুন্সীগঞ্জে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জ্ঞাপন জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন।জেলা শহরের পুরাতন কাচারি সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শুরু হয়।এ সময় ৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় নিরবতা পালন,দোয়া- মোনাজাত করা হয়।ভাষা শহিদগণের প্রতি প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।সাথে ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।পরে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার শ্রদ্ধা জ্ঞাপন করেন।এদিকে,সকাল ৮ টার দিকে জেলা বিএনপি সদস্য সচিব মো:মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা বিএনপি।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির,পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল- আলম স্বপন,যুগ্ম-আহবায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা,জেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেম প্রমুখ।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড মুন্সীগঞ্জ, জেলা পরিষদ,সিভিল সার্জন অফিস,মুন্সীগঞ্জ পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page