সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত সুপারিশমালা সমন্বয়ে কাজ শুরু করেছেন কমিশনগুলোর প্রধানরা।
এর মাধ্যমে যেসব বিষয়ে একাধিক কমিশনের সুপারিশ আছে সেগুলোর ক্ষেত্রে কোথায় কোথায় ভিন্নমত আছে, তা চিহ্নিত করা হবে।
সোমবার ২০ জানুয়ারি জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে মতবিনিময় করেন কমিশনগুলোর প্রধানরা। সেখানে প্রস্তাবিত সুপারিশমালা সমন্বয়ের সিদ্ধান্ত হয়।
পরে সংবিধান সংস্কার কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের কাছে ইতোমধ্যে যে কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে, সেসব কমিশনের সুপারিশমালা পর্যালোচনা এবং সমন্বয়ের জন্য কমিশন প্রধানদের মতবিনিময় সভা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানের পক্ষে বিচারপতি এমদাদুল হক মতবিনিময় সভায় অংশ নেন।
কমিশন প্রধানরা তাদের নিজ নিজ কমিশনের দেওয়া সুপারিশগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এগুলোর ভেতরে ভিন্নমত থাকলে সেগুলো চিহ্নিত করার বিষয়ে সিদ্ধান্ত নেন। তারা আশু ও দীর্ঘ মেয়াদে সংস্কারের বিষয়গুলো সুনির্দিষ্ট করার বিষয়ে একমত হন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page