ইউক্রেনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামলা চালিয়েছে রাশিয়া। তবে এই হামলার ক্ষেত্রে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, যুদ্ধে এই প্রথম পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের ব্যবহার করলো রাশিয়া। এ ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চলানোর পর ইউক্রেনে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো রুশ বাহিনী।
আন্তঃমহাদেশী ক্ষেপণাস্ত্র মূলত এমন একটি কৌশলগত অস্ত্র যা পারমাণবিক অস্ত্র বহনের ক্ষেত্রে ব্যবহারের জন্য ডিজাইন করা।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা শিথিল করার ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের একদিন পরেই যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় কিয়েভ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page